বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
মোহাম্মদ জাকির লস্কর:
ওয়ারিশান (উত্তরাধিকার) সনদ প্রদানে টাকা নেওয়াসহ নানা হয়রানির অভিযোগ উঠেছে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমানের বিরুদ্ধে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করতে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ২৭ ফেরুয়ারি লিখিত অভিযোগ করেছেন এক ভুক্তভোগী।
ওই ইউনিয়নের কল্লীগাঁও গ্রামের মো: শহিদুল শেখ করা অভিযোগ থেকে জানা যায়, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মেসের আলী খান কাছে তিন মাস আগে ওয়ারিশান সনদের জন্য আবেদন করেছেন। কিন্তু তিনি সনদ না দিয়ে টালবাহানা করছেন। সনদের জন্য চেয়ারম্যান ৫০ হাজার টাকা দাবি করেছেন। ৩০ হাজার টাকা দেয়া হয়েছে আর ২০ হাজার টাকা না দেওয়ায় তিনি সনদ পাননি। শুধু তিনি নন,তাঁর মতো অনেকেই এ রকম হয়রানির শিকার হচ্ছেন। মিথ্যা সনদ দেওয়ার কারণে পরিবারের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। অভিযোগকারী শহিদুল শেখ বলেন, তপছিল বর্ণিত সম্পত্তির মালিক হন আমার পিতা মো: দরবেশ শেখ ভোগদখলকার থাকাবস্থায় মার গেলে তপছিল বর্ণিত সম্পত্তির মালিক হই আমি সহ তিন বোন। আমি আমার পিতার সম্পত্তি বিক্রি করার জন্য ওয়ারিশ সনদপত্র প্রয়োজন হইলে আমি আমার ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মেসের আলী খা এর সহযোগিতায় ৩০ হাজার টাকা চেয়ারম্যান সাহেব নেন। এবং আরোও ২০ হাজার টাকা দাবী করেন। আমি ২০ হাজার টাকা না দেয়ায় আমাকে ওয়ারিশ সনদপত্র দিচ্ছে না।
এ বিষয়ে আটপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মেসের আলী জানান, ভুক্তভোগী মো: শহিদুল শেখ তাঁর পরিবারের সব সদস্যের শনাক্তকরণ কাগজপত্র সংযুক্ত করে ওয়ারিশান সনদের জন্য চেয়ারম্যানের কাছে আবেদন করেছেন। আমিও লিখিতভাবে সুপারিশ করেছি। তবুও চেয়ারম্যান ওয়ারিশ সনদ দিচ্ছেন না। অভিযোগের বিষয়ে আটপাড়া ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, ওয়ারিশ সনদ প্রদানের ক্ষেত্রে টাকা নেওয়ার অভিযোগ মিথ্যা। আপনি পরিষদে আসেন বসে কথা বলি।
Leave a Reply