বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
মোহাম্মদ জাকির লস্কর:
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ১২নং আটপাড়া ইউনিয়নের মৃত হাজী আব্দুল মানিক বেপারীর পুত্র চেয়ারম্যান ফজলুর রহমান। তাহার নিজ গ্রামের কল্লীগাঁও ২নং ওয়ার্ডের মেম্বার মেসের আলী খাঁ যোগসাজস করিয়া মনোয়ারা বেগমকে একমাত্র ওয়ারিশ দেখাইয়া একটি মিথ্যা ওয়ারিশ সনদ প্রদান করেছে বলে নিগ্যাল নোটিশ প্রদান করা হয়।
নিগ্যাল নোটিশ এর মাধ্যমে বলা হয়েছে, মৃত দরবেশ আলী শেখ এর পুত্র মো: শহিদুল শেখ, কল্লীগাঁও গ্রামের বাসিন্দা,শহিদুল শেখ এর সম্পত্তি সহ তাহার অন্যান্য ভাইবোনদের সম্পত্তি হস্তান্তর করিয়া দিয়াছেন যাহা সম্পূর্ণ উদ্দেশ্যে প্রনোদিত।
এলাকাবাসী গিয়াসউদ্দিন বলেন,একজন চেয়ারম্যান ওয়ারিশ সনদ ও মৃত্যু সনদ প্রদানে করিতে বাধ্য। আমার জানা মতে একাধিকবার সনদ আনার জন্য গেছে ঘুরাইতেছেন।
Leave a Reply