রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
আল আমিন আলী কেরানীগঞ্জ প্রতিনিধ
গাজায় ফিলিস্তিনের নিরীহ মুসলমান জনগণের ওপর ইসরাইলি বাহিনীর ধারাবাহিক বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে ও ইসরাইলি পণ্য বর্জনের ডাক দিয়ে কেরানীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে কেরানীগঞ্জ উপজেলা শহীদ মিনার চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। বিক্ষুব্ধ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার এলাকা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল গনি। এসময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাজী মোস্তফা কামাল, সহসভাপতি মিয়া আব্দুল হান্নান, সাবেক সভাপতি মোঃ মজিবুর রহমান, সহসাধারণ সম্পাদক শেখ মোঃ শামীম উদ্দিন, সিনিয়র সাংবাদিক মোঃ আলমগীর হোসেন, সংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, মোঃ সাঈদ, শামসুল ইসলাম সনেট, ইমরুল কায়েশ, মোঃ শিপন, মোঃ আরিফ,মো: আল আমিন আলী, মোঃ আবুবকর ও মোঃ সোলাইমান।
এছাড়াও মানববন্ধনে অংশগ্রহণ করেন যায়যায়দিন বন্ধু ফোরামের সাধারণ সম্পাদক হাজী কাউসারসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সমাজসেবকগণ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ইসরাইল যে গণহত্যা চালাচ্ছে তা মানবতা বিরোধী অপরাধ। শিশু, নারী, বৃদ্ধ কোনো মানুষই ইসরাইলি আগ্রাসন থেকে রেহাই পাচ্ছে না। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং বিশ্বের বিবেককে জাগ্রত করতে আহ্বান জানাই।
মানববন্ধন থেকে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, বাংলাদেশ থেকে যেন ইসরাইলি পণ্য আমদানি ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। সেই সঙ্গে সাধারণ মানুষকে ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানানো হয়।
এ সময় ‘গাজার পাশে দাঁড়াও’, ‘ইসরাইলি পণ্য বর্জন করো’, ‘নিরীহ মানুষ হত্যার বিচার চাই’ প্রভৃতি স্লোগানে মুখরিত হয় মানববন্ধন প্রাঙ্গণ।
কেরানীগঞ্জ প্রেসক্লাবের এই কর্মসূচি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অংশগ্রহণকারীরা জানান, এই আন্দোলন শুধু কেরানীগঞ্জেই সীমাবদ্ধ নয়, সারা দেশজুড়ে এমন প্রতিবাদ ছড়িয়ে পড়া দরকার।
গাজায় শান্তি ও ফিলিস্তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ ধরনের আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন প্রেসক্লাব নেতারা।
Leave a Reply