শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
সাজেকগামী পর্যটকবাহী যানবাহন দুর্ঘটনায় আহতদের উদ্ধারে সেনাবাহিনীর দ্রুত উদ্ধারের উদ্যোগে অনেক প্রান বেঁচে গেলো।
১৭ সেপ্টেম্বর ২০২৫ (বুধবার) দুপুর আনুমানিক ১টার দিকে সাজেকগামী একটি পর্যটকবাহী গাড়ি সিজুকছড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নীচে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। ঘটনাস্থলেই একজন পর্যটক প্রাণ হারান।
প্রায় ১১ জন আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হয়, পরবর্তীতে তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামে স্থানান্তর করা হচ্ছে।
Leave a Reply