শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন
মোহাম্মদ জাকির লস্কর, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হতে বাকি মাত্র ২দিন। ২০ মে”র সম্মেলন ঘিরে চলছে দৌড়যাপ। পিছিয়ে নাই সাধারণ সম্পাদক পদপ্রার্থী মনির হোসেন মিটুল।
তবে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক পদে ৬জন প্রার্থীর নাম জানা গেছে। সাধারণ সম্পাদক পদে সাবেক জেলা পরিষদের সদস্য মনির হোসেন মিটুল, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, সর্বশেষ উপজেলা চেয়ারম্যান মসিউর রহমান মামুন, উপজেলা আ.লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ ডালু, শ্রীনগর উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক শেখ মো আলমগীর ও উপজেলা আ.লীগের সদস্য মিনহাজ উদ্দিন। মনির হোসেন মিটুল বলেন, প্রায় ৩০ বছরেরও বেশি দীর্ঘায়িত রাজনৈতিক জীবন। একটা দিন একটা মুহুর্তও দলের সিদ্ধান্তের বাহিরে যাইনি।
১/১১ শেখ হাসিনার মুক্তির আন্দোলনে সাহসী ভূমিকা রেখেছি। নিজের জীবন বাজি রেখে জামায়াত-বিএনপি ও শিবিরের তান্ডবের বিরুদ্ধে রুখে দাড়িয়েছি। আওয়ামী লীগের দুঃস্বময়ে প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে ভূমিকা রেখেছি। বিএনপি’র সময় ১১টি মামলা হইছে আমার বিরুদ্ধে। এখনও দলকে সু-সংগঠিত করতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি।
Leave a Reply