বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ইমরুল হাসান
রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ছাত্রদল নেতাকর্মীদের মাঝে স্লোগান নিয়ে চেয়ার ছোড়াছুড়ি ঘটনা ঘটেছে জাতীয় প্রেকক্লাবে।
আজ বুধবার বিকাল ৪ টার পর জাতীয় প্রেস ক্লাবে পূর্বনির্ধারিত এ আলোচনা সভায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় ছাত্রদলের কিছু নেতা কর্মী জানান, অনুষ্ঠান শুরু হওয়ার বিকাল ৪টার পর হঠাৎ করে স্লোগান নিয়ে কাথা কাটাকাটি হয়, ছাত্রদলের দুজন কর্মীর মাঝে। তারপর একপার্যায়ে হাতাহাতি শুরু হয়ে যায়, এরপর মিলনায়তনের ভেতরে নিজেদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। এতে আহত হয় বেশ কয়েকজন ছাতদলের নেতা ও কর্মী । এ পরিস্থিতি তে অনেকটা বিচলিত হয়ে পড়েন অন্য নেতাকর্মীরা,এদিক সেদিন ছোটাছুটি করেন, মঞ্চে থাকা ছাত্রদলের কেন্দ্রীয় ও সাবেক নেতারা ছুটে যান, ঘটনাস্থলে তাদের থামানোর চেষ্টা করলেও উত্তেজনা না কমে বাড়তেই থাকে ।
এই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন যারাই ঘটনা ঘটিয়েছেন আমরা তেদের চিহ্নিত করেছি কেন্দ্রীয় ছাত্রদল এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে।
এসময় উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা প্রেসিডেন্ট ও সেক্রেটারি আছেন, তারা মঞ্চে চলে আসুন , আমি তাদের কারও দোষ দেবো না, উৎসাহিতও করবো না। কিন্তু তাদের দায়িত্ব আছে, তারা যদি সেন্ট্রাল প্রেসিডেন্ট সেক্রেটারিকে সহযোগিতা না করে তাহলে ছাত্রদলের এমন প্রোগ্রাম কিন্তু সুন্দরভাবে চলতে পারে না। এখানে আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছি। সামনে কঠিন আন্দোলন করার জন্য আমরা প্রস্তুত।
Leave a Reply